কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু! পচাগলা দেহ উদ্ধার ঝোপ থেকে..! চমকে এলাকাবাসী

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগের মধ্যেই এবার সামনে এলো এক মর্মান্তিক ঘটনা। কেরালায় কাজ করতে যাওয়া ফালাকাটার এক পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৭ বছর বয়সী মৃত ওই যুবকের নাম আবুল হোসেন, যার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ।

পরিবারের অভিযোগ ও ঘটনার বিবরণ
ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন গত ২৭শে জুলাই কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন। সেখানে তিনি রং মিস্ত্রির কাজ করতেন। কিন্তু শুক্রবার, দক্ষিণ ভারতের ওই রাজ্যের কত্তাকাল থানার অধীন একটি ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

আবুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তার হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে, যা স্পষ্টতই খুনের দিকে ইঙ্গিত করে। এই ঘটনার খবর পাওয়ার পর আবুলের পরিবারের সদস্যরা কেরালায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেছেন। তারা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।

ফালাকাটায় চাঞ্চল্য ও গভীর উদ্বেগ
এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ফালাকাটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কর্মসূত্রে বহু বাঙালি শ্রমিককে ভিনরাজ্যে পাড়ি দিতে হয়। তাদের একজন হিসেবে আবুল হোসেনও ভালো রোজগারের আশায় কেরালা গিয়েছিলেন। কিন্তু সেখানে তার এমন করুণ পরিণতি হবে, তা তার পরিবার বা কেউই কল্পনা করতে পারেনি।

রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বাড়তে থাকা এই ধরনের আক্রমণ এবং অপরাধমূলক কার্যকলাপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আবুলের পরিবারের দাবি, এই ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক। এখন দেখার বিষয়, কেরালা পুলিশ এই ঘটনার তদন্তে কী পদক্ষেপ নেয় এবং আবুলের পরিবার কবে সুবিচার পায়।