স্বামীকে ডিভোর্স দিয়ে শশুরের সঙ্গে গোপন সম্পর্ক বউমার! জানাজানি হতেই যা ঘটল, শিউরে উঠবেন জানলে

সমাজের প্রচলিত নিয়ম ভেঙে গোপন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন আমেরিকার ফ্লোরিডার ৬২ বছর বয়সী মার্ক গিবন এবং তাঁর ৩৩ বছর বয়সী প্রাক্তন পুত্রবধূ জেসমিন ওয়াইল্ড। কিন্তু এই সম্পর্কের পরিণতি যে এত ভয়াবহ হবে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। সম্প্রতি গিবনের উইলে জেসমিনের নাম না থাকায় দুজনের মধ্যে বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় এবং গিবন তাঁকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে জেসমিন তাঁর স্বামী অ্যালেক্স (৩৪), যিনি মার্ক গিবনের ছেলে, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রস্তাব দেন। ডিভোর্স হওয়ার পর জেসমিন তাঁর শ্বশুর মার্ক গিবনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজন একসঙ্গে ছুটি কাটানো শুরু করেন। গিবনও তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রায় আট লক্ষ পাউন্ড মূল্যের বাড়িতে জেসমিনের সঙ্গে বসবাস শুরু করেন।
মার্ক গিবনের এই গোপন সম্পর্কের কথা জানার পর তাঁর ছেলে অ্যালেক্স ক্ষুব্ধ হন। তিনি বাবাকে খুনের পরিকল্পনা করেন এবং গত বছর গাড়ি দিয়ে বাবাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কারাদণ্ড ভোগ করেন।
সাম্প্রতিক ঘটনাটি ঘটে ডিজনি ওয়ার্ল্ডের কাছে সলটেরা রিসর্টে। গিবন এবং জেসমিন তাঁদের সন্তানদের নিয়ে সেখানে ছুটি কাটাচ্ছিলেন। পুলের ধারে গিবনের উইল নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। পুলিশের অভিযোগ, গিবন জেসমিনের মাথা বারবার জোর করে জলের নিচে ডুবিয়ে রেখে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন। জেসমিনের ৯ বছরের মেয়ে তাঁকে বাধা দিতে গেলে গিবন তাকেও সরিয়ে দেন। অবশেষে আশপাশের দুজন মহিলা এগিয়ে এসে জরুরি নম্বরে ফোন করার হুমকি দিলে গিবন থামেন।
পুলিশ গিবনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। প্রথমে তারা সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে পরিবারের সূত্রে জানা যায়, তাঁরা দুই বছর ধরে গোপনে প্রেম করছেন। জেসমিন পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি উইলে তাঁর নাম না থাকায় তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অন্যদিকে, গিবন জেসমিনকে জলে ঠেলে দেওয়ার কথা স্বীকার করলেও খুনের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁরা দুজনেই মদ্যপ ছিলেন এবং জেসমিন তাঁকে চড় মারার পরই মারামারি শুরু হয়।
মার্ক গিবন পেশায় একজন লাইটিং টেকনিশিয়ান এবং এড শিরান, স্যাম স্মিথ-এর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে ধনী হয়ে ওঠেন। তাঁর এই রোমহর্ষক কাহিনি যেন বাস্তবের ক্রাইম প্যাট্রোলের গল্পকেও হার মানায়।