‘আমার কাকা বিধায়ক’, টোল গেটে কাকার নাম করে ‘গুন্ডাগিরি’ ভাইপোর, দেখুন ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশে এক টোল গেটে বিজেপি বিধায়কের ভাইপোর দাদাগিরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখিল চৌধুরী নামে ওই ব্যক্তি টোল দিতে অস্বীকার করে তাঁর কাকার নাম ভাঙিয়ে কর্মীদের হুমকি দেন এবং লাঠি হাতে তাঁদের ভয় দেখান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের একটি টোল গেটে। নিখিল চৌধুরীর দাবি, টোল গেটের কর্মীরা তাঁর কাছে অবাঞ্ছিতভাবে টাকা দাবি করেছিলেন। এর প্রতিবাদ জানাতেই তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই তিনি তাঁর কাকা একজন বিজেপি বিধায়ক বলে পরিচয় দেন এবং লাঠি হাতে নিয়ে তাঁদের ভয় দেখাতে শুরু করেন। তাঁর এই আচরণ দেখে সেখানে উপস্থিত প্রত্যেকেই অবাক হয়ে যান।

নিখিল চৌধুরীর এই দাদাগিরির দৃশ্য কেউ একজন মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিখিল চৌধুরী উত্তেজিত হয়ে টোল গেটের কর্মীদের দিকে তেড়ে যাচ্ছেন এবং চিৎকার করে হুমকি দিচ্ছেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা বিজেপি-কে অস্বস্তিতে ফেলেছে, কারণ বিধায়কের ভাইপোর এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলোও এই ঘটনাকে ইস্যু করে বিজেপি-কে আক্রমণ করছে।

এই ঘটনা আবারও প্রমাণ করল যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কিছু মানুষ আইনকে নিজের হাতে তুলে নিতে দ্বিধা করেন না।