বিশেষ: ৭৮ না ৭৯ তম, এই বছর কত তম স্বাধীনতা দিবস পালিত হবে? জেনে নিন সঠিক তথ্য

আর মাত্র কয়েক দিন পরেই ভারতের স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট। ১৯৪৭ সালের এই দিনে প্রায় ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। এই গৌরবময় দিনটি প্রতি বছর দেশজুড়ে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী এবং জাতির উদ্দেশে ভাষণ দেন। তবে প্রতি বছরই এই দিনটি উদযাপনের আগে অনেকের মনেই একটি প্রশ্ন জাগে: এবছর ভারত কততম স্বাধীনতা দিবস পালন করবে? ৭৮তম নাকি ৭৯তম?
এই প্রশ্নের সঠিক উত্তর হলো, এবছর ভারত তার ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে।
এই বিভ্রান্তির কারণ হলো, স্বাধীনতার বছর এবং পালিত স্বাধীনতা দিবসের সংখ্যার মধ্যেকার পার্থক্য। যদি আমরা কেবল সময়কালের হিসেব করি, তাহলে ২০২৫ সাল থেকে ১৯৪৭ সাল বিয়োগ করলে ফল দাঁড়ায় ৭৮। অর্থাৎ, ভারত গত ৭৮ বছর ধরে একটি স্বাধীন দেশ। এই হিসেব অনুযায়ী, অনেকেই ভুল করে মনে করেন যে এটি ৭৮তম স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতা দিবস পালনের হিসেবটা একটু ভিন্নভাবে করতে হয়।
সঠিক হিসেবটা হলো:
- ১৯৪৭ সালের ১৫ আগস্ট: ভারত প্রথম স্বাধীনতা দিবস পালন করে।
- ১৯৪৮ সালের ১৫ আগস্ট: স্বাধীনতার এক বছর পূর্তি হয় এবং এটি ছিল ভারতের দ্বিতীয় স্বাধীনতা দিবস।
এই যুক্তিতে, ২০২৫ সালের ১৫ আগস্ট হবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। অর্থাৎ, আমরা ইতোমধ্যেই ৭৮টি স্বাধীনতা দিবস পালন করে ফেলেছি। এবার পালিত হবে ৭৯তম। এই সংখ্যাগত হিসেবটি সাধারণ পাটিগণিতের মতো সহজ হলেও, অনেকেই তা নিয়ে দ্বিধায় পড়েন।
যেকোনো সংখ্যার হিসেবের ঊর্ধ্বে, স্বাধীনতা দিবস উদযাপনের আসল গুরুত্ব হলো দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করা।
এ বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লালকেল্লার ভাষণে কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন, সে বিষয়ে জনগণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। NaMo App এবং MyGov.in ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো নাগরিক প্রধানমন্ত্রীর কাছে তাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন।