একটুর জন্য রক্ষা…প্রাণে বাঁচলো বাড়ির লোকজন! কী ঘটেছিলো? আতঙ্কে এলাকাবাসী

শনিবার রাতে দুর্গাপুরের ডিপিএল কলোনির একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে ওই সময় বাড়ির লোকজন বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু আগুনে আবাসনের সমস্ত আসবাবপত্র ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের সদস্যদের অনুপস্থিতি

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ওই আবাসনে সুনিতা কুণ্ডু, রাজীব কুণ্ডু এবং তাদের মেয়ে থাকতেন। শনিবার রাত ৯টা নাগাদ সুনিতাদেবী ও তার স্বামী মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই ঘটনা ঘটে। এলাকাবাসী প্রথম আবাসনের তিনতলা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর দেন।

ক্ষয়ক্ষতি ও সন্দেহ

ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ ও ডিপিএল-এর দুটি দমকলের ইঞ্জিন দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাজ্য সরকারের আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজীব কুণ্ডু দাবি করেন, তাদের আবাসনের বিদ্যুৎ সংযোগে বেশ কিছুদিন ধরে সমস্যা ছিল এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানোও হয়েছিল। এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্ট সার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।