‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার শিকার বৃদ্ধা, ৬মাসে খোয়ালেন ৩ কোটি ৯ লক্ষ টাকা

দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামে ছড়িয়ে পড়া প্রতারণার ফাঁদের শিকার হয়েছেন ম্যাঙ্গালুরুর এক বৃদ্ধা। পুলিশ সেজে প্রতারকরা তাঁকে ভয় দেখিয়ে গত ছয় মাসে তাঁর কাছ থেকে ৩ কোটি ৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার নাম লেহি প্রভু। গত ১৫ই জানুয়ারি প্রতারকরা তাঁকে ফোন করে নিজেদের পুলিশ আধিকারিক বলে পরিচয় দেয়। তারা লেহিকে জানায় যে, তাঁর নাম ও ঠিকানা ব্যবহার করে একটি পার্সেল চীনে পাঠানো হচ্ছিল, যার মধ্যে বিপুল পরিমাণ মাদক ছিল এবং সেই পার্সেল বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তাঁকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।

গ্রেপ্তারের ভয়ে লেহি প্রভুকে দফায় দফায় বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হয়। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত মোট ছয় মাসে তিনি প্রতারকদের হাতে ৩ কোটি ৯ লক্ষ টাকা তুলে দেন। অবশেষে সর্বস্ব হারিয়ে তিনি সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে এই ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা বেড়ে চলেছে। সিবিআই, ইডি অথবা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম ব্যবহার করে ফোনে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের সাইবার প্রতারণা থেকে নাগরিকদের সচেতন করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রচার চালানো হলেও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এমন খবর আসছে।