পহেলগাঁওয়ে হারিয়েছেন স্বামীকে, সালমানের ‘বিগ বস’-এ যাচ্ছেন নিহত নৌসেনার স্ত্রী?

চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়াল নিহত হওয়ার পর তার স্ত্রী হিমাংশী নরওয়ালের মর্মান্তিক ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এবার শোনা যাচ্ছে, সেই হিমাংশীকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর ঘরে দেখা যেতে পারে। এই খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।
বিভিন্ন বিনোদনমূলক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিগ বসের নির্মাতারা হিমাংশীকে এই সিজনে একজন প্রতিযোগী হিসেবে নিতে আগ্রহী। তাদের মতে, হিমাংশীর ব্যক্তিগত জীবনের মর্মান্তিক ঘটনা এবং তার সংগ্রামের গল্প দর্শকদের কাছে একটি অনুপ্রেরণামূলক বার্তা দেবে, যা শোয়ের সাথে দ্রুত সংযোগ তৈরি করবে। রিপোর্টগুলো আরও জানাচ্ছে যে, নির্মাতারা ইতিমধ্যেই হিমাংশীর সাথে প্রাথমিক আলোচনা করেছেন। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় আরেকটি জল্পনা ছড়িয়েছে যে, হিমাংশীকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু হিসেবে তাকে একটি বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণের মূল উদ্দেশ্য হলো তার জীবনের গল্প এবং সংগ্রামের মাধ্যমে দর্শকদের কাছে এক ভিন্ন বার্তা পৌঁছে দেওয়া। হিমাংশী এই শোতে অংশ নেবেন কিনা, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
উল্লেখ্য, হিমাংশী এবং বিনয় ১৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এর পরপরই তারা মধুচন্দ্রিমার জন্য পহেলগাঁও গিয়েছিলেন। কিন্তু ২২ এপ্রিল জঙ্গি হামলায় বিনয়ের মৃত্যু হয়, যার ফলে হিমাংশীর নববিবাহিত জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সেই সময় তার স্বামীর মৃতদেহের পাশে বসে তার কান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
‘বিগ বস ১৯’ আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবং প্রতি বছরই এই শোয়ের প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ থাকে। এবার হিমাংশীর নাম সামনে আসায় সেই আগ্রহ আরও বেড়ে গেছে।