AC-লোকালের উদ্বোধনে সুকান্তকে ঘিরে বিক্ষোভ, দমদম স্টেশনে তুমুল উত্তেজনা

রবিবার শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দমদম স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। উদ্বোধনে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার দমদম স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-এর কর্মী-সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়।

এদিন পূর্ব ভারতে প্রথম এসি লোকালের যাত্রারম্ভে শিয়ালদহ থেকে ট্রেনে চড়েছিলেন সুকান্ত মজুমদার। দমদম স্টেশনে নেমে তিনি দলের কর্মীদের সাথে কথা বলেন। ঠিক সেই সময়, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision বা SIR)-এর প্রতিবাদে আইএনটিটিইউসি-এর কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এরপরই বিজেপি এবং তৃণমূল, দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বিজেপি কর্মীরা বিনা প্ররোচনায় কটূক্তি করছিল, এবং একই অভিযোগ বিজেপির পক্ষ থেকেও করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুকান্ত মজুমদার আবার দমদম স্টেশনে ফিরে আসেন। তাকে ঘিরে তৃণমূলের কর্মীরা স্লোগান দিতে শুরু করলে পাল্টা সরব হন বিজেপি সমর্থকরাও। দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ এবং পুলিশকে হিমশিম খেতে হয়।

এই ঘটনার প্রতিবাদে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলায় এসআইআর হবে, দম থাকলে আটকে দেখান।” তিনি আরও বলেন, “কীর্তি আজ়াদ, সাকেত গোখলে, ইউসুফ পাঠানের মতো ব্যক্তিরাও অবাঙালি। আসলে তৃণমূল এখন এসআইআর-এর ভয়ে কাঁপছে।”

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, এসআইআর-এর নামে যদি একজনেরও নাম বাদ পড়ে, আমরা লড়াই করব। সুকান্ত মজুমদার কী বললেন, তাতে বাংলা এবং বাঙালির কিছু আসে যায় না।”

এই ঘটনাটি নতুন এসি লোকাল ট্রেনের যাত্রা শুরুর আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এবং রাজনৈতিক চাপান-উতোরকে সামনে এনেছে।