প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কোথায়? ‘লাপতা ভাইস প্রেসিডেন্ট’ নিয়ে প্রশ্ন তুললেন কপিল সিব্বল

দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ—এমন এক বিস্ফোরক মন্তব্য করে রাজ্যসভার সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাঁর অবস্থান জানতে চেয়েছেন। সিব্বলের দাবি, তিনি ‘লাপতা লেডিজ’ শুনেছেন, কিন্তু ‘লাপতা ভাইস প্রেসিডেন্ট’ শোনেননি।

গত ২১শে জুলাই রাজ্যসভার অধিবেশন পরিচালনার পর হঠাৎই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ২২শে জুলাই রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি তাঁকে। এই পরিস্থিতিতে ধনখড়ের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কপিল সিব্বল। এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “২২শে আগস্ট থেকে আজ ৯ই আগস্ট। উনি কোথায় আছেন, আমরা কেউ জানি না। সরকারি বাসভবনে নেই উনি।”

সিব্বল জানান, তিনি প্রথম দিনই তাঁর ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বলা হয় যে ধনখড় বিশ্রাম করছেন। তিনি আরও বলেন, “রাজনীতিতে ধনখড়ের সতীর্থরা কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।” এই পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, “জগদীপ ধনখড় সুস্থ, নিরাপদে আছেন তো? কোথায় আছেন তিনি, জানার জন্য কি আমাকে এখন হেবিয়াস কর্পাস মামলা করতে হবে?” তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই বিষয়ে বিবৃতি দেওয়ার দাবি জানান।

সিব্বল বলেন, ধনখড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর সম্পর্ক ভালো ছিল এবং তাঁরা একসঙ্গে আইনজীবী হিসেবেও কাজ করেছেন। তাই ব্যক্তিগত উদ্বেগের কারণেই তিনি এই বিষয়টি তুলে ধরছেন। তিনি কটাক্ষ করে বলেন, “আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বাংলাদেশিদের খুঁজে পান, আমি নিশ্চিত আপনি তাদেরও খুঁজে পাবেন।”

উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন বিরোধী শিবিরের সাংসদদের সঙ্গে ধনখড়ের বারবার সংঘাত দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর ইস্তফা দেওয়া এবং তারপর দীর্ঘ সময় নিখোঁজ থাকা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।