‘সন্দেহজনক’ কাস্ট সার্টিফিকেট! লালবাজারের কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে সন্দেহজনক বা ‘ডাউটফুল’ কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ ওঠায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ২০১২ সালের কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের সময় এই ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগের ভিত্তিতে লালবাজার এই অনুসন্ধান শুরু করেছে।
অভিযোগ ও তদন্তের প্রক্রিয়া
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে মোট ৯৪ জন কনস্টেবলের এসটি (ST) সার্টিফিকেট নিয়ে লালবাজারে অভিযোগ জানানো হয়। এই অভিযোগ পাওয়ার পর লালবাজার বিভিন্ন জেলার প্রশাসনের কাছে ওই সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করার জন্য রিপোর্ট চায়।
এ পর্যন্ত ৭৮টি সার্টিফিকেটের রিপোর্ট পেয়েছে লালবাজার, যার মধ্যে একজন কনস্টেবলের সার্টিফিকেট নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ এখন বাকি রিপোর্টগুলোর জন্য অপেক্ষা করছে।