“জয় বাংলা মোল্লাদের স্লোগান, বাঙালির স্লোগান নয়”, যাদবপুরের সভা থেকে বিস্ফোরক শুভেন্দু

যাদবপুরে এক জনসভা থেকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জয় বাংলা বাংলাদেশের মোল্লাদের স্লোগান, বাঙালির স্লোগান নয়’।

শুক্রবার যাদবপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এবং তাদের স্লোগানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, ‘জয় বাংলা বললে নেতাজীর জয় হিন্দ বলুন, বঙ্কিম চন্দ্রের বন্দে মাতরম বলুন, শ্যামাপ্রসাদের ভারত মাতার জয় বলুন’। এর মধ্য দিয়ে তিনি বাংলা এবং বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত স্লোগানগুলোর ওপর জোর দেন।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই তাদের রাজনৈতিক কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগানটি ব্যবহার করে আসছে। এই স্লোগানকে বাংলার আবেগ এবং স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যুক্ত বলে তারা দাবি করে।

শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের মতে, ‘জয় বাংলা’ স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকেই বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই স্লোগানকে ধর্মীয় বিভাজনের সঙ্গে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা অভিযোগ করেছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগান বিতর্ক নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।