চলন্ত টোটোতে মহিলারে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার চালক

শিলিগুড়িতে একদিকে যেমন এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে, তেমনই অন্যদিকে জাল নোট চক্রের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কাজে যাচ্ছিলেন এক মহিলা, এমন সময় বর্ধমান রোডে তুলনামূলক কম ভিড়ের সুযোগ নিয়ে টোটো চালক তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। বৃষ্টি এড়াতে টোটোর পর্দা নামানো ছিল, যার সুযোগ নেয় অভিযুক্ত। ভয় পেয়ে মহিলা চিৎকার শুরু করলে টোটো থেকে নেমে আসেন। তাঁর চিৎকারে কর্মরত ট্রাফিক পুলিশ ছুটে আসে এবং টোটো চালককে ধরে ফেলে। পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একই দিনে, শিলিগুড়িতে জাল নোট ভাঙানোর চেষ্টার ঘটনাও সামনে আসে। এক যুবক এক ব্যবসায়ীর কাছে জাল নোট ভাঙানোর চেষ্টা করলে ব্যবসায়ী তা ধরে ফেলেন এবং সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ছুরি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা চালায়। ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরপর ঘটে যাওয়া এই দুই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি অবিলম্বে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন এবং শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মেয়র বিভিন্ন পরিস্থিতিতে শান্তি ও সদ্ভাব বজায় রাখার উপরও জোর দেন। এই ধরনের ঘটনা শিলিগুড়ির মতো শান্ত শহরের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করা হচ্ছে।