বাইক পার্কিং নিয়ে বচসা, দিল্লিতে খুন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই

দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে জংপুরা ভোগাল লেনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসিফ তার বাড়ির সামনে দু’জন ব্যক্তিকে বাইক পার্ক করতে দেখে আপত্তি জানান। এর জেরেই অভিযুক্তদের সঙ্গে তার তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে বচসা হিংসাত্মক রূপ নেয় এবং অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসিফের স্ত্রী শায়নাজ কুরেশি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, পার্কিং নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিবাদ নতুন নয়। এর আগেও অভিযুক্তরা তাদের বাড়ির সামনে বাইক পার্ক করায় একাধিকবার ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে আসিফ অফিস থেকে ফিরে আবারও তাদের বাইক সেখানে দেখতে পান এবং সরিয়ে নিতে বলেন। কিন্তু বাইক সরানোর পরিবর্তে তারা আসিফের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং গালিগালাজ করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আসিফকে আঘাত করে।

ঘটনার পর পরই শায়নাজের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তবে এই হত্যাকাণ্ডের পর এখনো পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।