HERO: জনপ্রিয় যে বাইক আর বাজারে আনবে না হিরো, জেনেনিন কোন সেই মডেল?

বিপুল প্রত্যাশা নিয়ে বাজারে এলেও, আশানুরূপ জনপ্রিয়তা না পাওয়ায় হিরো মাভেরিক ৪৪০ বাইকের উৎপাদন বন্ধ করে দিচ্ছে হিরো মটোকর্প। ২০২৪ সালের শুরুতে হার্লে ডেভিডসন এক্স৪৪০ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এই প্রিমিয়াম বাইকটি বাজারে আনা হয়েছিল। তবে লঞ্চের মাত্র ১৮ মাসের মধ্যেই এর উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত, বাইকটি হার্লে ডেভিডসনের প্ল্যাটফর্ম ব্যবহার করলেও, বাজারে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত কয়েক মাসে বাইকটির ডিজিটাল বা অফলাইন কোনো মাধ্যমেই বিক্রি ভালো হয়নি। এর ফলে অনেক ডিলারই এর বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে। যদিও কোম্পানির ওয়েবসাইট থেকে বাইকটি এখনো সরানো হয়নি, তবু এর উৎপাদন বন্ধের খবর বাইকপ্রেমীদের জন্য হতাশাজনক।

হিরো মাভেরিক ৪৪০-তে ছিল ৪৪০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ২৭ বিএইচপি শক্তি এবং ৩৬ এনএম টর্ক উৎপন্ন করত। এতে ৬ স্পিডের গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ ছিল। এটি ২ লাখ টাকা দামে বাজারে বিক্রি হচ্ছিল। বাইকটি বন্ধ হলেও, হিরো মটোকর্প ভবিষ্যতে নতুন প্রিমিয়াম বাইক আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।