বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও ভাসুর

পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুধু স্বামীই নন, শ্বশুর-শাশুড়ি-সহ পরিবারের অন্য সদস্যদেরও খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সুভদ্রাপাঠ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিক ভাসুরকে গ্রেফতার করেছে।
জানা গেছে, দু’বছর আগে গোপীবল্লভপুরের রুমা দোলাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় ডেবরার বুদ্ধদেব দোলাইয়ের। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি রুমা তার ভাসুর সঞ্জয় দোলাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বুদ্ধদেব এই সম্পর্কের প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হতো। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তারা দুজনে মিলে বুদ্ধদেব-সহ পুরো পরিবারকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন।
অভিযোগ, প্রায় ১০ দিন আগে রুমা রান্না করা ভাতে বিষ মিশিয়ে পরিবারের সকলকে খেতে দেন। সেদিন তিনি নিজে মুড়ি খেয়ে শুয়ে পড়েন। খাবার খাওয়ার পর রাতেই পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের চিৎকারে ছুটে এসে সকলকে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। বুদ্ধদেবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর পরিবারের অন্য সদস্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, বুধবার রাতে বুদ্ধদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনার পর বুদ্ধদেবের পরিবার ডেবরা থানায় রুমা ও সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ রুমা ও সঞ্জয়কে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।