ঘাটাল পৌরসভায় তৃণমূলের বড় ভাঙন, বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলরসহ শতাধিক কর্মী

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাটালে শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরল। ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন মন্ডল এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সাধারণ সম্পাদিকা স্বপ্না শানকি-সহ শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক বিজেপি-তে যোগ দিয়েছেন। ঘাটালের বিজেপি নেতা শীতল কপাটের নেতৃত্বে এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার ঘাটালে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূলের এই হেভিওয়েট নেতারা গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁদের সঙ্গে বহু তৃণমূল সমর্থকও বিজেপি-তে যোগ দেন। এই ঘটনায় ঘাটাল বিজেপি শিবিরে উৎসাহের জোয়ার এসেছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বপন মন্ডল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, কিন্তু বর্তমানে দলের মধ্যে স্বজনপোষণ এবং দুর্নীতির কারণে আমরা কাজ করতে পারছিলাম না। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা শীতল কপাট বলেন, “ঘাটালে তৃণমূলের দিন শেষ। মানুষ পরিবর্তন চাইছে। আগামী দিনে আরও বহু তৃণমূল নেতা আমাদের দলে যোগ দেবেন। এই যোগদান ঘাটালে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।” এই ঘটনা ঘাটাল পৌরসভা এলাকায় তৃণমূলের ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।