ট্রাম্পের শুল্ক-চাপের মধ্যেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন, ঠিক তখনই চলতি বছরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে এই সফরকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মস্কো থেকে অজিত ডোভাল বলেন, “ভারত ও রাশিয়ার সম্পর্ক একেবারেই অন্যরকম। আমরা এই সম্পর্কের মূল্য বুঝি।” তিনি আরও বলেন যে, “আমাদের এই সম্পর্ক অনেক উচ্চস্তরীয়, যা রুশ প্রেসিডেন্টের ভারত সফরের মধ্য দিয়ে আরও প্রস্ফুটিত হবে।” তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
যদিও ভারতের পক্ষ থেকে পুতিনের সফরের ঘোষণা করা হয়েছে, ক্রেমলিন এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের শুল্ক-চাপের প্রতিক্রিয়ায় এই সফরের ঘোষণা অত্যন্ত প্রাসঙ্গিক। ভারত তার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যে দৃঢ়প্রতিজ্ঞ, এই সফর সেই বার্তাই দিচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, এবং বুধবার তা আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘জরিমানা’ হিসেবে ভারতকে এই শুল্ক দিতে হবে। নতুন ২৫ শতাংশ শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এই পরিস্থিতিতে পুতিনের সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সহযোগিতার নতুন দিক উন্মোচন করতে পারে।