‘এসআইআর’- ইস্যুতে পাল্টা কৌশল সাজাতে দিল্লি বৈঠক, তৃণমূলকে চাপে ফেলার ছক কষছে বিজেপি

স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের মুখে এবার পাল্টা রণকৌশল সাজিয়ে ফেলল বঙ্গ বিজেপি। দিল্লিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে বুধবার রাতে এক বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই বৈঠকে তৃণমূলকে কীভাবে কাউন্টার করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় ছক কষা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নেতারা। জানা গিয়েছে, সুনীল বানসালের নেতৃত্বে ঠিক করা হয়েছে যে, এই ইস্যুতে দল কী কর্মসূচি নেবে এবং কীভাবে মানুষের কাছে পৌঁছাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে এবং ভোটার তালিকা থেকে একজনের নামও বাদ পড়তে দেবেন না। এই প্রেক্ষাপটে বিজেপির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে শুধু এসআইআর ইস্যু নয়, দলের সাংসদরা তাঁদের লোকসভা এলাকায় কীভাবে কাজ করবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও, সংসদে তৃণমূলের আক্রমণকে কীভাবে প্রতিহত করা হবে এবং শুভেন্দু অধিকারীর উপর হামলার বিষয়টি কীভাবে সংসদে তোলা যায়, সে বিষয়েও রণনীতি তৈরি করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, এই মাসেই বিজেপির নতুন কৌশল প্রকাশ্যে আসতে পারে এবং তৃণমূলকে এই ইস্যুতে পাল্টা চাপে ফেলার চেষ্টা করা হবে।