বীরভূমের তিলপাড়া ব্যারেজে ভাঙন, যান চলাচল সম্পূর্ণ বন্ধ

বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজে একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙে পড়েছে। কয়েকদিন আগে দু’টি বড় ডিভাইডারে যে ফাটল দেখা গিয়েছিল, তা-ই এখন আরও বেড়েছে। এই ঘটনায় ব্যারেজের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, ব্যারেজের প্রায় পাঁচ থেকে ছয়টি ছোট ওয়াটার ডিভাইডার মাঝ বরাবর ভেঙে গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এর ফলে ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলেও নতুন এই ভাঙন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, আজ সকাল থেকেই ব্যারেজের উপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগে কেবল বড় গাড়ির চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এখন ছোট বাইক ও চার চাকা গাড়িও যাতায়াত করতে পারছে না। আপাতত শুধু পায়ে হেঁটে সাধারণ মানুষ পারাপার করতে পারছেন।

পুলিশ সুপার জানান, “সংস্কারের কাজ চলবে। বড় গাড়ি আগেই যেত না। এখন ছোট গাড়িও যাবে না। কিছু জায়গা ভেঙেছে।” যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালিঘাটের লাগামছাড়া বালি তোলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।