সিউড়ির তিলপাড়া ব্রিজে বড় ফাটল, সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশ

দক্ষিণ ও উত্তরবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ সিউড়ির তিলপাড়া ব্রিজে বড়সড় ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার থেকে সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্রিজটির খারাপ অবস্থা ছিল, কিন্তু আজ সকালে ব্রিজের ওয়াটার ডিভাইডারের পুরনো ফাটল আরও বড় আকার ধারণ করে এবং একাংশ ধসে পড়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়ার পর জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের জানান, “ইঞ্জিনিয়াররা জানিয়েছেন ব্রিজের কাঠামোগত (structural) বড় ক্ষতি হয়েছে। তাই যেকোনো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সব ধরনের যান চলাচল আপাতত বন্ধ থাকবে।”
এর আগে ব্রিজের খারাপ অবস্থার কারণে বড় যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এখন থেকে মোটরবাইক এবং ছোট চার চাকার গাড়ির উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পুলিশ সুপার জানান, ব্রিজের উপরে আটকে থাকা কিছু বাইক ও ছোট গাড়ি ধাপে ধাপে সরিয়ে নিয়ে তারপর নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজটি সম্পূর্ণ মেরামত হয়ে ইঞ্জিনিয়ারদের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিষয়ে জেলা শাসকের দফতর থেকেও আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হবে।