রেলযাত্রীদের নিরাপত্তায় যুগান্তকারী পদক্ষেপ, ভারতীয় রেলে আসছে ‘কবচ’ প্রযুক্তি

রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। ৩০৯ কোটি টাকা খরচ করে ভারতীয় রেলে বসানো হচ্ছে ‘কবচ’ নামক এক অত্যাধুনিক প্রযুক্তি। এটি এক ধরনের স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যা দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, ‘কবচ’ হলো একটি স্বয়ংক্রিয় ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা প্রতি মুহূর্তে ট্রেনের চালককে সতর্ক করবে এবং প্রয়োজনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে অতিরিক্ত কুয়াশার কারণে শীতকালে যে ধরনের দুর্ঘটনা ঘটে, এই প্রযুক্তি তা প্রতিরোধে সহায়ক হবে। এটি একটি সুরক্ষা বলয়ের মতো কাজ করবে, যা একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ, সিগনাল অতিক্রম করা বা অতিরিক্ত গতির কারণে ঘটা দুর্ঘটনা রোধ করতে সক্ষম।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু রেল দুর্ঘটনা কেন্দ্রকে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এর পরিপ্রেক্ষিতেই মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এই প্রযুক্তি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৩০৯ কোটি টাকা ব্যয়ে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের ১৪টি রেল সেকশনে এই ‘কবচ’ বসানো হবে। বিরলানগর-উদিমর রুট থেকে এই কাজ শুরু হবে।

ইতিমধ্যেই দিল্লি-মুম্বই সেকশনের মথুরা-কোটা রুটে ‘কবচ’ বসানো হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “বহু উন্নত দেশও ২০-৩০ বছরের আগে নিজেদের রেল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে পারে না। সেই নিরিখে মথুরা-কোটা রুটে এই কবচ বসানো হয়েছে খুবই অল্প সময়ে।” রেলমন্ত্রকের লক্ষ্য, আগামী ছয় বছরের মধ্যে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রেল সেকশনে এই নিরাপত্তা প্রযুক্তি বসানো হবে।