বাঙালি অস্মিতার লড়াইয়ে মমতা ও শুভেন্দুর কড়া বাক্যবিনিময়

বাঙালি অস্মিতা রক্ষার ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা থেকে মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাঁকে কেউ হারাতে চাইলে পারবে না, একমাত্র তিনি নিজে মনে করলে তবেই তাঁকে ক্ষমতা থেকে সরানো যাবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু আজ বলেছেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছেন, আমি কোনওদিন না হারতে চাইলে হারি না। কিন্তু উনি তো আমার কাছে হেরেছেন।” শুভেন্দুর ইঙ্গিত নন্দীগ্রাম নির্বাচনের দিকে। বিরোধী দলনেতা আরও চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আমি ওঁকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” তিনি আরও যোগ করেন, অন্য কোনও প্রার্থীকে দাঁড় করালেও তাঁকে জেতানোর দায়িত্ব তাঁর। শুভেন্দু কটাক্ষ করে বলেন, “হেরেছে-হেরেছে-হেরেছে। যতদিন বাঁচবেন কানের কাছে এটাই বাজাব।”
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব। ঝাড়গ্রামের পথসভা থেকে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে।” সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা ছিল, কেউ ফোন করলেই ‘জয় বাংলা’ বলতে হবে।