চুল কেটে বাড়ি ফিরতেই বকাবকি করেছিলেন বাবা, অভিমানে চরম সিদ্ধান্ত হরিণঘাটার কিশোরের

চুল কেটে বাড়ি ফিরলে বাবা সামান্য বকাবকি করেছিলেন, যার পরিণতি হল মর্মান্তিক। কয়েক ঘণ্টার ব্যবধানে ঘর থেকে উদ্ধার হল এক কিশোরের ঝুলন্ত দেহ। প্রাথমিক অনুমান, বাবার বকুনিতে অভিমান করে আত্মঘাতী হয়েছে ওই কিশোর। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বারাসত পাড়ায়। মৃতের নাম উদয় দাস, বয়স ১৪ বছর। জানা গিয়েছে, বুধবার উদয় এলাকার একটি সেলুনে চুল কাটে। তার চুল কাটা দেখে বাবা পছন্দ করেননি এবং বলেন, “তুই এমন করে চুল কেটে এসেছিস কেন? লোকজন খারাপ বলবে।” বাবার এই বকুনি খেয়ে উদয় ফের সেলুনে গিয়ে চুল ঠিক করে আসে। কিন্তু এই ঘটনা যে তার মনে এত অভিমান জমিয়েছে, তা বাড়ির কেউই বুঝতে পারেননি।
সন্ধ্যায় বাড়িতে যখন উদয় একা ছিল, তখন তার বাবা-মা বাড়ি ফিরে দেখেন এক ভয়ংকর দৃশ্য। ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখনও বুঝতে পারছেন না যে শুধুমাত্র সামান্য বকাবকির জেরেই এই ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।