কৈলাস যাত্রায় বাংলার পর্যটকের মৃত্যু…! হিমাচল প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির আঙ্গুল

হিমাচল প্রদেশের কিন্নর-কৈলাস যাত্রা পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মর্মান্তিক ঘটনায় পশ্চিমবঙ্গের এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজীব কুণ্ডু। তার সঙ্গে থাকা বন্ধুদের অভিযোগ, হিমাচল প্রদেশ প্রশাসনের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কী ঘটেছিল?
১ আগস্ট পাঁচজন বন্ধুর একটি দল পশ্চিমবঙ্গ থেকে কিন্নর কৈলাস দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কৈলাস পর্বতের অত্যন্ত কঠিন যাত্রাপথ থেকে ফেরার পথে, গত ৫ আগস্ট প্রবল বৃষ্টি এবং আকস্মিক তাপমাত্রা হ্রাসের কারণে রাজীব কুণ্ডু শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। রাজীবের বন্ধু শুভ্র সাউ জানিয়েছেন, যাত্রা পথে কোনো মেডিক্যাল ক্যাম্প ছিল না এবং সেখানে মাত্র ১২ জন পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। তার অভিযোগ, যদি সময়মতো চিকিৎসা সহায়তা পাওয়া যেত, তাহলে রাজীবকে বাঁচানো সম্ভব হতো।

প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
শুভ্র সাউ আরও অভিযোগ করেন যে, এই ঘটনার পর হিমাচল প্রদেশ সরকার তাদের কোনো প্রকার সাহায্য করছে না। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিমলা নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পর্যটকদের সুরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।