টানা ৫ বছর থেকে বিনা বেতনেই কাজ করছেন মুকেশ অম্বানি! তবুও কীভাবে এত ধনী?

টানা পাঁচ বছর ধরে কোনো বেতন নিচ্ছেন না ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রকাশিত বার্ষিক রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থা জানিয়েছে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই তিনি কাজের জন্য বেতন নেওয়া বন্ধ করে দেন এবং এখনও সেই সিদ্ধান্তে অটল রয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, মুকেশ অম্বানি গত পাঁচ বছরে কোনো বেতন বা ভাতা নেননি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে, ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে ১৫ কোটি টাকা বেতন নিতেন।

তবে মুকেশ অম্বানির তিন সন্তান, ইশা, আকাশ এবং অনন্ত অম্বানি, বিনা বেতনে কাজ করার পথে হাঁটছেন না। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে রিলায়েন্সের বোর্ড অব ডিরেক্টরসের ‘নন-এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসেবে যোগ দেওয়ার পর তারা শুধুমাত্র বোর্ডের সদস্য হিসেবেই ৬ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন। এমনকি, শেষ অর্থবছরে ওই বোর্ডের সদস্য হিসেবে তাদের বার্ষিক কমিশন ছিল ২.২৫ কোটি টাকা।

সম্প্রতি আদানি গোষ্ঠীর তরফেও একই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, শিল্পপতি গৌতম আদানির বেতন দেশের অন্য শিল্পপতিদের তুলনায় অনেক কম। সেই রিপোর্ট অনুযায়ী, শেষ অর্থবছরে গৌতম আদানি মোট ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন নিয়েছেন। এর তুলনায় তার সংস্থার অন্য কর্মীরা বেশি বেতন পান। আদানির গ্রিন এনার্জি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিনীত এস জৈন বছরে ১১ কোটি টাকা বেতন নেন, আর এই গোষ্ঠীর চিফ ফিনান্সিয়াল অফিসার বছরে ১০.৪ কোটি টাকা বেতন পান।