মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! মোবাইল চার্জ দিতে গিয়ে ঘটলো বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা যুবতীর

বাঁকুড়ার কোতুলপুর থানার বালিঠা গ্রামে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অন্তঃসত্ত্বা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম বৃষ্টি রায়, তাঁর বয়স আনুমানিক ২১ বছর। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি রায়ের শ্বশুরবাড়ি কোতুলপুর ব্লকের ঝেরো কঙ্কাবতী গ্রামে হলেও, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি বাপের বাড়িতেই থাকতেন। গতকাল দুপুরে তিনি নিজের মোবাইল ফোনে চার্জ দিতে যান। সেই সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় একইসঙ্গে মা এবং গর্ভস্থ সন্তানের মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা বাকরুদ্ধ। কোতুলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা আবারও আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিল।