‘বাংলা ভাষার সিনেমা আগে, বাকি সব পরে’- ‘হল’ পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ টলিউড!

আসন্ন বড় হিন্দি সিনেমার মুক্তির কারণে বাংলা সিনেমাকে হল পেতে যে সমস্যার মুখে পড়তে হয়, সেই পুরনো সমস্যা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষার তাগিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন টলিউডের প্রথম সারির তারকা ও নির্মাতারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়-সহ অনেকেই এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার, ৭ আগস্ট, নন্দন চত্বরে এক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন।

‘ধূমকেতু’ বনাম ‘ওয়ার ২’
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে দুটি আসন্ন সিনেমা। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘ধূমকেতু’, যা একই দিনে যশরাজ ফিল্মস প্রযোজিত বলিউডের বিগ বাজেটের ছবি ‘ওয়ার ২’-এর মুখোমুখি হতে চলেছে। অতীতে দেখা গেছে, ‘পুষ্পা ২’-এর মতো দক্ষিণী বা বলিউডের বড় সিনেমা এলে বাংলা ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয় বা শো সংখ্যা কমিয়ে দেওয়া হয়। এই ঘটনা টলিউডকে চিন্তায় ফেলে দিয়েছে।

পরিচালক রাজ চক্রবর্তী এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুখ্যমন্ত্রীকে এর আগেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি নিজেও বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু তাঁর নির্দেশ সত্ত্বেও অনেক সময় কিছু লোক হিন্দি সিনেমাকে বেশি গুরুত্ব দেয়। কোনো বিচার-বিবেচনা ছাড়াই একটি হিন্দি সিনেমাকে ২০টি শো দেওয়া হয়, অথচ একটি বাংলা সিনেমাকে সকাল ৯টা বা রাতের ১০টায় একটি শো দেওয়া হয়।” তিনি অবিলম্বে এই বৈষম্য বন্ধ করার দাবি জানিয়েছেন।

‘ওয়ান শো পলিসি’ নিয়ে বিতর্ক
টলিউডের অভিযোগের মূল কারণগুলির মধ্যে একটি হল বলিউডের বড় প্রযোজনা সংস্থাগুলির ‘ওয়ান শো পলিসি’। এই নীতি অনুযায়ী, কোনো সিঙ্গল স্ক্রিন হলে তাদের সিনেমা চললে সেই প্রেক্ষাগৃহে অন্য কোনো ভাষার সিনেমা চালানো যাবে না। এই ধরনের নীতির ফলে বাংলা সিনেমাগুলো স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়।

এই পরিস্থিতিতে বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য প্রসেনজিৎ, শ্রীকান্ত মোহতা, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের অনেকেই একজোট হয়েছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে হিন্দি ছবির দাপটে বাংলা ছবিকে কোণঠাসা হতে না হয়। এই বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের একটি পথ খুঁজে বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।