৭ থেকে ১০ অগাস্ট রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তন! চরম ভোগান্তিতে যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) আদ্রা ডিভিশনে রেললাইন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত রোলিং ব্লক শুরু হয়েছে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

কোন কোন ট্রেন বাতিল ও বিলম্বিত?
বাতিল হওয়া ট্রেনসমূহ:

৭ আগস্ট: ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

৮ আগস্ট: ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু প্যাসেঞ্জার।

১০ আগস্ট: ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।

দেরিতে ছাড়বে যেসব ট্রেন:

৮ ও ১০ আগস্ট: ১৮০৩৫ খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস, খড়গপুর থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।

৯ আগস্ট: ১৮০৩৬ হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাটিয়া থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।

১০ আগস্ট: ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস, বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে।

যাত্রী দুর্ভোগ ও কর্তৃপক্ষের বার্তা
এই রোলিং ব্লকের কারণে হাজার হাজার নিত্যযাত্রী অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিশেষত, যাঁরা প্রতিদিন যাতায়াত করেন, তাঁরা এই হঠাৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় যাত্রী সংগঠনগুলো রেল কর্তৃপক্ষের কাছে আগাম বিকল্প ব্যবস্থা ও যথাযথ প্রচারের দাবি জানিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক অসুবিধা যাত্রীদের ভবিষ্যতের উন্নত ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার জন্য অপরিহার্য। তারা যাত্রার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা NTPC অ্যাপের মাধ্যমে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।