প্রবল বর্ষণ ও বন্যার কবলে বাংলা, বৃষ্টি থামার কোনও ইঙ্গিত নেই! বড় আপডেট হাওয়া অফিসের

লাগাতার বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলা এখন বন্যার কবলে। তবে এই দুর্ভোগ এখনই কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জোড়া ফলার কারণে আগামী কয়েকদিনও রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব অসম এবং মধ্য বাংলাদেশের উপর জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময় সামান্য তাপমাত্রা বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার, এবং সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। সোমবারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
বেহাল রাস্তাঘাট:
এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের অনেক রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। বৃষ্টির জেরে রাস্তা সারানোও সম্ভব হচ্ছে না। খানা-খন্দে ভরা রাস্তায় হাঁটাচলা করতে গিয়ে মানুষজন দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল একটি স্কুলভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে গিয়েছিল বলেও জানা গিয়েছে। তবে বর্ষা না কমলে যে রাস্তা সারানো যাবে না, তা স্পষ্ট।