হার্দিক পান্ডিয়া-রোনালদোর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন দীপিকা, ১৯০ কোটি ভিউ পেলেন নায়িকা!

মা হওয়ার পর অনেক অভিনেত্রীর কেরিয়ারে ভাটা পড়ে, এমন ধারণা প্রচলিত থাকলেও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করেছেন। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে এসেই তিনি এক বিশ্বরেকর্ড গড়লেন। তাঁর একটি ইনস্টাগ্রাম রিল ১৯০ কোটি ভিউ (১.৯ বিলিয়ন) পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই রেকর্ডটি ইনস্টাগ্রাম রিলের ইতিহাসে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড।
এর আগে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার একটি ইনস্টাগ্রাম রিল ১৬০ কোটি ভিউ পেয়েছিল। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রিল ছিল ১৫০ কোটি ভিউ নিয়ে। কিন্তু দীপিকা সেই সমস্ত রেকর্ড ভেঙে দিলেন।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোন রিলে এমন চমক ছিল? এই রেকর্ড গড়া রিলটি আসলে ছিল হিল্টন হোটেলের একটি বিজ্ঞাপন। দীপিকা এই হোটেল ব্র্যান্ডের বৈশ্বিক অ্যাম্বাসেডর। ‘ইট ম্যাটার্স হোয়্যার ইউ স্টে’ নামের প্রচারাভিযানের অংশ হিসেবে ৯ জুন তিনি এই বিজ্ঞাপনটি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। ভিডিওটি এখন বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।
মেয়ের জন্মের পর এটি দীপিকার দ্বিতীয় বড় সাফল্য। এর আগে তিনি ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার ২০২৬’ তালিকায় স্থান পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। এই রেকর্ডের কয়েক মাসের মধ্যেই তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়লেন।
View this post on Instagram
সন্তানের দেখভালের পাশাপাশি দীপিকা এখন আবারও পুরোপুরি কাজে ফিরেছেন। তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন। এছাড়া অ্যাটলি পরিচালিত আরেকটি ছবিতে তাঁকে দেখা যাবে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অল্লু অর্জুন। এই নতুন রেকর্ডটি দীপিকার কেরিয়ারে এক নতুন মাইলফলক হয়ে থাকল।