পাকিস্তানের এই মহিলা মোদীকে রাখি পরান প্রতি বছর, ৩০ বছর ধরে ভাই-বোনের সম্পর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে প্রতি বছর দিল্লি যান এক বিশেষ বোন, যার নাম কোমার মহসিন শেখ। পাকিস্তানের করাচিতে জন্ম হলেও তিনি ১৯৮১ সালে বিবাহসূত্রে ভারতে চলে আসেন এবং বর্তমানে আহমেদাবাদে থাকেন। গত প্রায় ৩০ বছর ধরে তিনি এই ঐতিহ্য বজায় রেখেছেন। এই বছরও রাখি নিয়ে প্রস্তুত কোমার, তার হাতে তৈরি রাখিতে রয়েছে ‘ওঁ’ লেখা এবং গণেশের মূর্তি।

কোমার শেখ জানান, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্য ছিলেন, সেই সময় থেকে তিনি তাকে রাখি পরিয়ে আসছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই প্রথা জারি আছে। প্রতি বছর মোদী তার এই পাকিস্তানি বোনের হাতে তৈরি রাখি পরেন।

ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদন অনুযায়ী, কোমারের সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎ ঘটে গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমে। কোমার বিভিন্ন সংবাদমাধ্যমে জানান, একবার বিমানবন্দরে মোদীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার সময় স্বরূপ সিং বলেছিলেন যে, কোমার তার মেয়ের মতো। তখন মোদী বলেন, “তাহলে তো কোমার আমার বোন।” সেই থেকেই তাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠে এবং রাখি পরানো শুরু হয়।

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, “প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই, কারণ তার ঘরে তৈরি রাখি খুবই পছন্দ। আমি কখনও দোকান থেকে কেনা কার্ডও দিই না। যদি কিছু লিখি, নিজে হাতে গুজরাটিতে লিখে দিই।” কোমার জানান, তিনি এক মাস আগে থেকে রাখি তৈরির প্রস্তুতি শুরু করেন এবং ৪-৫টি রাখি তৈরি করেন। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে, সেটিই মোদীর হাতে বাঁধেন। “এ বারও যদি ভাই আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি সেখানে গিয়ে এই রাখি পরাব।”

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে তিনি দিল্লি যেতে পারেননি। এই তিন বছর বাদ দিলে প্রতি বছরই তিনি এই রীতি পালন করে আসছেন। এ বছর রাখি উৎসব ৯ই অগাস্ট, এবং দিল্লি যাওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও পর্যন্ত তাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে খবর।