‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চ! জন্মদিনে দেব-শুভশ্রীর মিলন দেখে নস্টালজিক কৌশিক গঙ্গোপাধ্যায়

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত ৪ আগস্ট নজরুল মঞ্চে মুক্তি পেল দেব-শুভশ্রী অভিনীত প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’-র ট্রেলার। প্রায় এক দশক পর এই জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তকুল। তবে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত মন ছুঁয়ে গেছে ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের, যা তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
৪ আগস্ট কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল। অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিন্তু তাঁর কাছে সবচেয়ে বড় উপহার ছিল দেব ও শুভশ্রীর এই মিলন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “গতকাল আমার জন্মদিন ছিল। বিকেলে ট্রেলার লঞ্চ নজরুল মঞ্চে। জনস্রোত অপেক্ষায় দেব-শুভশ্রীকে দেখার জন্য। আমি অপেক্ষায় আমাদের ট্রেলার সবার কেমন লাগবে, তাই ভেবে।” তিনি আরও লেখেন, “অনুষ্ঠানের শেষে এই ফ্রেমটাই সবটা ছাপিয়ে ফিরিয়ে দিলো ৯টা বছরের পুরোনো স্মৃতি।”
দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে প্রাণ খুলে হাসতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন কৌশিক। তিনি জানান, নৈনিতালের শুটিংয়ের সময় তিনি তাঁদের এভাবে দেখেছিলেন। এই দীর্ঘ দূরত্বের পর তাঁদের এই আন্তরিকতাকে ‘পেশাদারিত্ব’ বলে আখ্যা দেন তিনি। কৌশিক লেখেন, “৯ বছর দূরত্বের পর গত রাতের নাচের উত্তেজনায় শিকল ভেঙে জিতে গিয়েছে একটাই শব্দ- ‘পেশাদার’!” তিনি দেব ও শুভশ্রীকে ধন্যবাদ জানান রূপা ও ভানুকে (ছবির চরিত্র) আবার ফিরিয়ে আনার জন্য।
View this post on Instagram
অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অনুপম রায়, রানা সরকার এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রায় ১০ বছর পর দেব ও শুভশ্রীকে এক মঞ্চে দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁদের একসঙ্গে সেলফি তোলা এবং একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবিটি।