“আবার বললে আবার মারব”, পেট্রল পাম্প মালিককে মারধরের অভিযোগ TMCনেত্রীর বিরুদ্ধে, পাল্টা মারধরের হুমকি

তৃণমূলের আইএনটিটিইউসি (INTTUC) নেত্রী কবিতা গুপ্তার বিরুদ্ধে পেট্রল পাম্পের মালিক সুমনা দাস রায়কে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফুলবাগান এলাকায় একটি পেট্রল পাম্পে। এ ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কবিতা গুপ্তা এই অভিযোগ অস্বীকার করেননি, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় তিনি আবারও মারধরের হুমকি দিয়েছেন।

পেট্রল পাম্পের মালিক সুমনা দাস রায় বলেন, মঙ্গলবার দুপুরে আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তা প্রায় এক ডজন কর্মচারীকে নিয়ে পাম্পে আসেন এবং জোর করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সুমনা দাস রায়ের অভিযোগ, তিনি এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে এবং তাঁর নতুন কর্মীদের বেধড়ক মারধর করা হয়। তিনি জানান, পুলিশের নির্দেশে নতুন কর্মী নিয়োগ করা হয়েছিল, কারণ পুরনো কর্মীরা কাজ ছেড়ে দিয়েছিল। সুমনা বলেন, “আমার কাছে আদালতের আদেশ আছে যে পাম্পের ভেতরে কোনও অশান্তি করা যাবে না। কিন্তু ওরা বলেছে, আমরা কোনও আদালতের আদেশ মানি না।”

অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেত্রী কবিতা গুপ্তা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার না করে বলেছেন, তিনি পুরনো কর্মীদের বকেয়া বেতনের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। তাঁর দাবি, পাম্প মালিক সুমনা দাস রায় কর্মীদের বকেয়া টাকা দিচ্ছিলেন না। কবিতা গুপ্তা আরও অভিযোগ করেন যে, কথা বলার সময় সুমনা তাঁকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালাগাল করেন। এর ফলে তিনি রাগান্বিত হয়ে চড় মেরেছেন। কবিতা গুপ্তা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেন, “আমি INTTUC করি। আমি যখন কথা বলি, তখন ওই মহিলা পায়ের উপর পা তুলে কথা বলছিল এবং আমার মুখ্যমন্ত্রীকে গালাগালি করছিল। আমি ক্যামেরায় বলছি, ও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করে, আমি আবারও মারব।”

এই ঘটনায় একদিকে আইএনটিটিইউসি নেত্রী এবং অন্যদিকে পাম্প মালিকের পরস্পর বিরোধী মন্তব্যের কারণে ফুলবাগান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।