‘নমাজও পড়েনি, টুপি পরে শুভেন্দুর গাড়িতে হামলা করেছে’.., বিস্ফোরক মন্তব্য নওশাদের!

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এটিকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন এবং এর পেছনে ‘গভীর ষড়যন্ত্রের’ আশঙ্কা প্রকাশ করেছেন।
মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছালে তৃণমূল সমর্থকদের একাংশ কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর পরপরই তাঁর গাড়িতে ইট, বাঁশ এবং লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে, যার ফলে কনভয়ের একাধিক গাড়ির ব্যাপক ভাঙচুর হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় নওশাদ সিদ্দিকী বলেন, “শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছে, তা পূর্ব পরিকল্পিত। বাংলায় এই ধরনের হিংসাত্মক রাজনীতি মেনে নেওয়া যায় না। এই অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত, যা রাজ্যের সুনাম নষ্ট করছে।” একইসঙ্গে তিনি ভাঙড়ে তাঁর নিজের গাড়িতে হামলার ঘটনাও উল্লেখ করেন।
হামলার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে হামলাকারীরা ‘রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমান’। তবে এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমার তো একটাও সন্দেহ হচ্ছে, এটা তৃণমূল-বিজেপির বাইনারি তৈরি করার জন্য হয়নি তো! যে সারা জীবন টুপি পরেনি, শুক্রবারও নমাজও পড়েনি, সে মাথায় টুপি দিয়ে শুভেন্দুবাবুর গাড়ির সামনে হামলা চালিয়েছেন।”
নওশাদ সিদ্দিকী এই ঘটনার পেছনে এক বড় রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, এই হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকও তাঁর সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছে। শুভেন্দু অভিযোগ করেছেন যে জেড-ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও তাঁর উপর হামলা হয়েছে এবং এর পেছনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত রয়েছে। উদয়ন গুহর নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে।