মোদীকে রাখি পড়াতে অধীর আগ্রহে প্রতীক্ষায় ‘পাকিস্তানি’ বোন, তাঁর প্রার্থনাতেই হয়েছেন সফল!

পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কামার মহসিন শেখ গত ৩০ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরিয়ে আসছেন। এবছরও তার ব্যতিক্রম নয়। ধর্ম, সীমানা এবং রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে এই অনন্য সম্পর্কের সাক্ষী গোটা দেশ। এই বছরও তাঁর হাতে তৈরি বিশেষ রাখি নিয়ে তিনি অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণের।

১৯৮১ সালে বিয়ের পর করাচি থেকে ভারতে আসেন কামার। সেই সময় নরেন্দ্র মোদী তখন আরএসএস-এর একজন সাধারণ কর্মী ছিলেন। কামারের সঙ্গে মোদীর আলাপ হওয়ার পর একদিন মোদী তাঁকে স্নেহভরে জিজ্ঞাসা করেন, “কেমন আছো, বোন?” সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাঁদের ভাই-বোনের সম্পর্ক, যা গত তিন দশক ধরে অটুট।

কামার মহসিন শেখ এই বছর তাঁর ‘ভাই’ নরেন্দ্র মোদীর জন্য চারটি বিশেষ রাখি তৈরি করেছেন। এর মধ্যে দুটিতে রয়েছে পবিত্র ‘ওঁ’ চিহ্ন এবং একটিতে গণেশের অবয়ব। এই রাখিগুলির মধ্যে থেকেই সবচেয়ে প্রিয়টি তিনি প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেবেন বলে স্থির করেছেন। তবে তার জন্য তিনি এখন কেবল প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

গত বছর কিছু ব্যক্তিগত কারণে কামার দিল্লিতে যেতে পারেননি। কিন্তু এই বছর তিনি দৃঢ় আশাবাদী যে কোনও বাধা তাঁকে তাঁর প্রিয় দাদার কাছে পৌঁছতে আটকাতে পারবে না। তিনি বলেন, “প্রতি বছর আমার প্রার্থনা আমার দাদার জন্য সৌভাগ্য নিয়ে আসে। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়া এবং পরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি তাঁর জন্য প্রার্থনা করেছিলাম, এবং আমার প্রার্থনা সফল হয়েছে।”

কামার মহসিন শেখের এই আন্তরিক অপেক্ষার মধ্য দিয়ে ভারত-পাকিস্তান সীমান্তের দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে তৈরি হওয়া এক পবিত্র সম্পর্কের গল্প বারবার সামনে আসছে, যা ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।