বজ্রাঘাতে ফের মৃত্যু! উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে প্রাণ হারালেন যুবক, শোকে পরিবার

রাজ্যে বজ্রাঘাতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে মর্মান্তিক এক ঘটনায় ভোলা দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লেবুখালি এলাকার বাসিন্দা ভোলা দাস নদীতে মাছ ধরছিলেন, সেই সময়ই আচমকা বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভোলা দাস লেবুখালি এলাকার নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। আকাশে তখন মেঘ জমেছিল এবং বৃষ্টিও শুরু হয়েছিল। হঠাৎই একটি তীব্র বজ্রপাত হয় এবং তিনি নদীর পাড়েই লুটিয়ে পড়েন। বেশ কয়েক ঘণ্টা পর স্থানীয়দের চোখে এই ঘটনা ধরা পড়ে।
খবর দেওয়া হলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোলা দাসের মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
চলতি বর্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিম্নচাপ এবং বজ্রগর্ভ মেঘের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে বাঁকুড়া জেলায় বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ায় বজ্রপাতের দুটি পৃথক ঘটনায় রাজু বাগদী (৫৫) এবং জয়ন্ত মণ্ডল (৬৩) নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ দিনে শুধু বাঁকুড়াতেই বজ্রাঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
আবহাওয়া দফতর প্রায়শই বজ্রপাতের সতর্কবার্তা জারি করলেও, নদী বা খোলা মাঠে কাজ করার সময় সাধারণ মানুষের অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা জায়গা বা জলাশয়ের আশেপাশে থাকা খুবই বিপজ্জনক।