হড়পা বানে ব্যাপক বিপর্যয় উত্তরকাশীতে! নিহত ৪, নিখোঁজ ৬০; পাশে থাকার আশ্বাস তারকাদের

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে সৃষ্ট হড়পা বানে ব্যাপক বিপর্যয় ঘটেছে। ধারালি ও সুখি এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ জন। ঘটনার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুরোদমে উদ্ধারকার্য চলছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউড তারকারাও।
জনপ্রিয় অভিনেতা সনু সুদ, ভূমি পেডনেকর, সারা আলি খান এবং বিবেক ওবেরয়ের মতো তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোক প্রকাশ করে ত্রাণ ও উদ্ধারের কাজে সহায়তার আহ্বান জানিয়েছেন।
অভিনেতা সনু সুদ তাঁর ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বন্যা ও মেঘ ভাঙনে আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত প্রতিটি জীবনের জন্য প্রার্থনা রইল। এই কঠিন সময়ে সরকারকে তার দায়িত্ব পালনের পাশাপাশি আমাদেরও ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো উচিত, যারা বাড়িঘর, জীবিকা এবং জীবন হারিয়েছেন।”
অভিনেত্রী ভূমি পেডনেকর এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, “হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে যা হচ্ছে তা সত্যিই বেদনাদায়ক। অস্থিতিশীল উন্নয়নের জন্য যেভাবে বন-জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রতি বর্ষায় এই রাজ্যগুলো বন্যার কারণে অবিশ্বাস্য পরিমাণে ধ্বংসের মুখোমুখি হচ্ছে।” তিনি আরও বলেন, “এখানকার কিছু ভিডিও খুবই ভীতিকর। যাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাদের জন্য আমার হৃদয় ভেঙে যায়। প্রকৃতির ক্রোধের সামনে আমরা কিছুই নই।”
অভিনেত্রী সারা আলি খান তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সকলের নিরাপদে থাকার জন্য প্রার্থনা করেছেন এবং উত্তরকাশী ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশনের জরুরি ফোন নম্বর শেয়ার করে সহায়তা চেয়েছেন। বিবেক ওবেরয়ও একই ধরনের বার্তা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির ফলে মুহূর্তের মধ্যে পাহাড়ের ঢালে থাকা একাধিক বাড়ি জলের তোড়ে ভেসে গেছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং উদ্ধারকাজের খোঁজখবর নিয়েছেন।