‘বাংলাকে অপমান’, বাংলাবিরোধী BJP-র বিরুদ্ধে সংসদে বিক্ষোভ কর্মসূচি TMC-র

দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ বিতর্ক এবং এই বিষয়ে বিজেপি নেতা অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদরা সংসদ ভবনের মকরদ্বারের সামনে জড়ো হয়ে মালব্যের মন্তব্যের তীব্র নিন্দা জানান। এই ইস্যুতে তৃণমূলের পক্ষ থেকে সংসদে নোটিসও দেওয়া হয়েছে।
সম্প্রতি দিল্লি পুলিশের এক বিতর্কিত মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ একটি পোস্টে ‘বাংলাকে বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। এর পরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশের সমর্থনে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “বাংলা বলে কোনও ভাষাই নেই। বাঙালি বলতে জাতিসত্তাকে বোঝায়, এটা ভাষাগত অভিন্নতা নয়।” মালব্যের দাবি, দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ভাষা চিহ্নিত করতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দটি ব্যবহার করেছে এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ব্যবহৃত বাংলা ভাষার কোনো যোগ নেই।
অমিত মালব্যের এই মন্তব্যের প্রতিবাদে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার ইতিমধ্যেই সরব হয়েছেন। তিনি বলেন, “বাংলাকে অপমান মানে জাতীয় সঙ্গীতকে অপমান, যা রাষ্ট্রদ্রোহের সামিল।” তিনি আরও বলেন, আমাদের জাতীয় সঙ্গীত বাংলায় লেখা। এর অপমান করা মানে রাষ্ট্রদ্রোহিতা। তিনি বিজেপির কাছে অবিলম্বে মালব্যকে বহিষ্কার করার বা তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করার দাবি জানান।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কাকলি ঘোষদস্তিদার-সহ অন্যান্য তৃণমূল সাংসদরা সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা মালব্যের মন্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি, তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে সংসদে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের এই প্রতিবাদ রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।