বাঁকুড়ায় ফের বজ্রাঘাত! প্রাণ হারালেন আরো ২জন, মৃতের সংখ্যা বেড়ে ১১

জেলা জুড়ে প্রবল বর্ষণের মধ্যেই বজ্রপাতের ঘটনা যেন থামার নাম নিচ্ছে না। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ায় আরও দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গত পনেরো দিনে জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ইন্দাস এবং পাত্রসায়র এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সময়ই বজ্রাঘাতে দুটি ভিন্ন ঘটনায় দুজনের মৃত্যু হয়। ইন্দাসের পলাশি গ্রামের বাসিন্দা রাজু বাগদী (৪৫) এবং পাত্রসায়রের পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল (৬৩) মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। হঠাৎই বজ্রপাত হলে দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং তাঁদের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁকুড়া জেলায় চলতি বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই প্রায় প্রতিদিনই বজ্রপাতের ঘটনা ঘটছে, যা জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ জুলাই একই দিনে জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন দুটি মৃত্যুর ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন এবং বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি।