বালুরঘাটে ছেলেধরা সন্দেহে মহিলাকে মারধর, গ্রিলে বেঁধে রাখল জনতা,

ছেলেধরা সন্দেহে এক মহিলাকে মারধর করে গ্রিলে বেঁধে রাখার অভিযোগ উঠল বালুরঘাটের মঙ্গলপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘ এলাকায়। রবিবার বিকেলে এই ঘটনায় বালুরঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, আক্রান্ত মহিলা মানসিক ভারসাম্যহীন।

পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের শিকার হওয়া ওই মহিলার নাম রীতা প্রামাণিক। তাঁর বাড়ি বালুরঘাট শহরের উত্তর চকভবানি এলাকায়। বালুরঘাট থানার পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে ওই মহিলা সত্যিই মানসিক ভারসাম্যহীন কিনা।

ঘটনার সূত্রপাত হয় বালুরঘাট শহর সংলগ্ন মঙ্গলপুর এলাকার ভারত সেবাশ্রম সঙ্ঘের অভ্যন্তরে। আশ্রমের ভেতরেই একটি ছাত্রাবাস রয়েছে, যেখানে জেলার বহু শিশু থেকে পড়াশোনা করে। এদিন বিকেলে রীতা প্রামাণিক নামে ওই মহিলা ছাত্রাবাসে ঢুকে পড়েন এবং বেশ কিছু শিশুকে নিজের সন্তান দাবি করে তাদের হাত ধরে টানাটানি করতে শুরু করেন।

এদিন বেশ কিছু শিশুর অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে আশ্রমে দেখা করতে এসেছিলেন। ওই মহিলাকে শিশুদের হাত ধরে টানাটানি করতে দেখে তারা ছেলেধরা সন্দেহে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তারা ওই মহিলাকে মারধর করেন এবং আশ্রমের একটি গ্রিলের সঙ্গে বেঁধে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” এই ঘটনা বালুরঘাটে ছেলেধরা গুজব ও তার জেরে গণপিটুনির আশঙ্কার নতুন করে জন্ম দিয়েছে।