ধর্ষণের অভিযোগকারী মহিলাকে প্রকাশ্য দিবালোকে গুলি, দিল্লিতে চাঞ্চল্য

গত বছর দায়ের করা ধর্ষণের অভিযোগের ‘প্রতিশোধ’ নিতে এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় গুলি করার ঘটনায় শনিবার দিল্লির বসন্ত বিহারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ধর্ষক সম্প্রতি অন্তর্বর্তী জামিনে মুক্ত হওয়ার পরই এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ওই মহিলা একটি স্যালনের ম্যানেজার। গত বছর তিনি মূল অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, যার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত বারবার ওই মহিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মহিলা কোনো সাড়া দেননি।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার অভিযুক্ত যুবক তার এক সঙ্গীকে নিয়ে বাইকে করে ওই মহিলাকে ধাওয়া করে। এরপর অভিযুক্ত অতর্কিতে মহিলার বুকে গুলি চালায়। সৌভাগ্যবশত, ঘটনাস্থলের অদূরেই পুলিশ উপস্থিত থাকায় দ্রুত গুলিবিদ্ধ মহিলাকে পিসিআর ভ্যানে করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার সাহায্যে জোরদার তল্লাশি শুরু করে। অবশেষে, ১ অগাস্ট অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মূল অভিযুক্তের কাছ থেকে গুলি চালানোর জন্য ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা আবারও নারী নিরাপত্তা এবং জামিনে মুক্ত অপরাধীদের নজরদারির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় দিল্লির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।