১৭-র জট কেটে এখন ১৫! রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে চলমান জট কিছুটা হলেও কেটেছে। শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এবং বাকি ১৫টির ক্ষেত্রে উপাচার্য বাছাইয়ের দায়িত্ব সার্চ কমিটির হাতে তুলে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়, যেখানে আদালত এই ঐকমত্যে মান্যতা দেয়।
রবীন্দ্রভারতী ও কোচবিহারে উপাচার্য চূড়ান্ত
রাজ্যে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে উপাচার্য নিয়োগ সম্পন্ন হলেও বাকি ১৭টি নিয়ে বিতর্ক চলছিল। এর মধ্যে রয়েছে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস আপত্তি জানান এবং বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যান। এরপর আদালত প্রথমে উভয় পক্ষকে আলোচনা করে সমাধান করার পরামর্শ দিলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
আজকের শুনানিতে ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রবীন্দ্রভারতী এবং কোচবিহারের উপাচার্য পদের জট কাটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে। অন্যদিকে, কোচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর ‘অর্ডার অফ প্রেফারেন্স’ তালিকায় থাকা প্রথম প্রার্থীকে মান্যতা দেওয়া হয়েছে।
বাকি ১৫টির ভবিষ্যৎ
১৭টির মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চূড়ান্ত হলেও বাকি ১৫টির ক্ষেত্রে কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শীর্ষ আদালত জানিয়েছে যে, এই বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের নাম আগে গঠিত সার্চ কমিটিই চূড়ান্ত করবে। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর ধার্য করা হয়েছে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরলেও, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের চূড়ান্ত মীমাংসা এখনও অনিশ্চিত।