দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত, দেওয়াও হল ২০ বছরের সশ্রম কারাদণ্ড

দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ এবং ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রাখার অভিযোগে অবশেষে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। পাঁচ বছর আগেকার এই ঘটনায় অভিযুক্ত রিক্সাচালক বাসু কালিন্দীকে গতকাল দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২০ সালের। পেশায় রিক্সাচালক বাসু কালিন্দী বাঁকুড়া সদর থানা এলাকার এক রিক্সা মালিকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। এরপর ওই রিক্সাচালক দশম শ্রেণির ওই নাবালিকা ছাত্রীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। সামাজিক বদনামের ভয়ে নাবালিকা প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। কিন্তু পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
এরপর ২০২০ সালের ৫ই ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানায় বাসু কালিন্দীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ‘পকসো’ (POCSO) ধারায় মামলা রুজু করে তদন্তে নামে এবং পরের দিনই অভিযুক্ত রিক্সাচালক বাসু কালিন্দীকে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতারের দেড় মাসের মধ্যেই তদন্তকারী পুলিশ আদালতে মামলার চার্জশিট জমা দেয়।
এরপর থেকে টানা পাঁচ বছর ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলে। এই সময়ের মধ্যে আদালত মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। পাশাপাশি, নিগৃহীতার সন্তানের ডিএনএ (DNA) রিপোর্ট অভিযুক্ত বাসু কালিন্দীর ডিএনএ-এর সঙ্গে মিলে যায়, যা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। এইসব তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক গতকাল অভিযুক্ত বাসু কালিন্দীকে দোষী সাব্যস্ত করেন।
আদালত অভিযুক্তকে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এই রায়ের পর আসামীপক্ষের আইনজীবী জানিয়েছেন, মামলার রায়টি ভালোভাবে পর্যালোচনা করে দেখা হবে।