পহেলগাঁও হামলার প্রতিশোধ! ‘অপারেশন মহাদেবে’ খতম ৩ জঙ্গির পরিচয় নিশ্চিত করলেন অমিত শাহ

২৪ ঘণ্টার জল্পনা-কল্পনার পর অবশেষে সোমবারের ‘অপারেশন মহাদেব’ নিয়ে মুখ খুলল কেন্দ্র। আজ সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করলেন যে, শ্রীনগরে সেনা অভিযানে খতম হওয়া তিন জঙ্গিই পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা চালানো সন্ত্রাসবাদী। এর মধ্য দিয়ে জঙ্গিদের পরিচয় নিয়ে ওঠা সব প্রশ্নের অবসান ঘটালেন শাহ।

এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, “আমি এই সংসদ ও দেশের প্রতিটি নাগরিককে জানাতে চাই যে যারা বৈসরণে আমাদের দেশের নাগরিকদের হত্যা করেছিলেন, সেই তিন জঙ্গিকেই খতম করা হয়েছে।” ‘অপারেশন মহাদেব’-এ খতম হওয়া এই তিন জঙ্গি যে পহেলগাঁওয়ের হামলাকারীই, তা কেন্দ্র কীভাবে নিশ্চিত করছে, সেই প্রসঙ্গেও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩ হাজার ঘণ্টা ধরে তদন্ত চলেছে। তারপরেই এই জঙ্গিদের হদিশ পেয়েছে সেনা। এমনকি, এই সন্ত্রাসবাদীদের দেহ তাদের পরিবার-পরিজনরাও শনাক্ত করেছে।” তিনি আরও বলেন, “পহেলগাঁও হামলায় যে বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছিল, এই তিন নিহতের দেহ থেকে সেই একই বন্দুকের গুলিই উদ্ধার হয়েছে।”

শাহ আরও জানান, খতম হওয়া জঙ্গিদের দেহ থেকে পুলিশ ‘চকলেট’ উদ্ধার করেছে, যা পাকিস্তানে তৈরি। অনুমান করা হচ্ছে, দীর্ঘদিন ধরে আত্মগোপন থাকার জন্যই তারা এই চকলেটগুলি সঙ্গে রেখেছিল। এছাড়াও, নিহত জঙ্গিদের কাছ থেকে পাক ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি পাওয়া গেছে, যা তাদের পাকিস্তানি যোগসূত্র প্রমাণ করে। এই অভিযানের সাফল্য পহেলগাঁও হামলার পর দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগকে কিছুটা হলেও প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে।