আমেরিকার বাজারে ভারতীয় ফোনের রমরমা, চীনকে কড়া প্রতিযোগিতায় ফেলছে নয়া দিল্লি!

দেশের বাজারে চীনা সংস্থার ফোনের রমরমা থাকলেও, মোবাইল উৎপাদন এবং আমেরিকায় রফতানির তথ্যে এবার চিনকে ‘গোল’ দিচ্ছে ভারত। এর পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও, অ্যাপেল ধীরে ধীরে বেইজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে আমেরিকায় আমদানি করা প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি তৈরি হয়েছে ভারতে। যেখানে ২০২৪ সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল মাত্র ১১ শতাংশ, সেখানে এই বছর সেই সংখ্যা ইতিমধ্যেই ৩০ শতাংশে পৌঁছেছে।

পরিসংখ্যান বলছে, এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আমেরিকা ভারত থেকে ২ কোটি ১৩ লক্ষ মোবাইল ফোন আমদানি করেছে, যার আর্থিক মূল্য ৯৩৫ কোটি ডলার। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ১৮২ শতাংশ বৃদ্ধি। গত বছর পর্যন্ত আমেরিকা প্রায় ৮২ শতাংশ স্মার্টফোন চিন থেকে আমদানি করত। এই বছর সেই সংখ্যা ইতিমধ্যেই কমে ৪৯ শতাংশে নেমে এসেছে। এর ফলে, আমেরিকায় ফোন রফতানির নিরিখে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে, চিনের ঠিক পরেই। তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারেরও ভারতে আইফোন নির্মাণ নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। সেই কারণেই কেন্দ্র চায় ২০২৮ সালের মধ্যে আইফোনের অন্তত ৩০ শতাংশ সরঞ্জাম ভারতেই তৈরি হোক (লোকালাইজেশন)। এই পদক্ষেপ ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকে আরও শক্তিশালী করবে এবং বিশ্ববাজারে ভারতের অবস্থানকে দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।