মঞ্চে পারফর্ম করার সময় স্কার্ট খুলে গেল জেনিফার লোপেজের, চরম মুহূর্তে কি করলেন গায়িকা! দেখুন ভিডিও

তারকাদের কেতাদুরস্ত পোশাক যেমন প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকে, তেমনই আলোচনায় আসে তাঁদের পোশাকের আকস্মিক বিভ্রাটও। আর যখন হাজার হাজার ক্যামেরার লেন্স সেই তারকাদের দিকে তাক করা থাকে, তখন এমন মুহূর্তগুলি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ, যখন তিনি মঞ্চে লাইভ পারফর্ম করছিলেন। কনসার্ট চলাকালীন তাঁর স্কার্ট খুলে যাওয়ার একটি ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
গত ২৫শে জুলাই পোল্যান্ডের ওয়ারশতে কনসার্ট করছিলেন জেনিফার লোপেজ। সে সময়ই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, জেনিফার প্রথমে একটি সোনালি রঙের শর্ট স্কার্ট পরে মঞ্চে আসেন। কিন্তু হঠাৎই সেটি ঢিলে হয়ে খুলে নিচে পড়ে যায়। এই ঘটনায় ক্ষণিকের জন্য কিছুটা নার্ভাস হয়ে পড়েন জেনিফার।
তবে পরের মুহূর্তেই পরিস্থিতি সামলে নেন এই পপ তারকা। তিনি হাসতে হাসতে বলে ওঠেন, ‘আমি নিচে অন্তর্বাস পরে আছি’। এরপর তিনি সেই সোনালি রঙের অন্তর্বাস পরেই পোজ দিতে শুরু করেন। অপ্রত্যাশিত এই ঘটনায় দর্শকাসন থেকে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা।
ভিডিওতে আরও দেখা যায়, পরে তাঁর দলের এক সদস্য স্কার্টটি তুলে তাঁকে পরিয়ে দিচ্ছেন। জেনিফারের এই আত্মবিশ্বাস এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে TCX.official (@tellychakkar) নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়েছে।
View this post on Instagram
উল্লেখ্য, সম্প্রতি নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন জেনিফার লোপেজ। তাঁর বয়স যদিও তাঁর ফিটনেস এবং মঞ্চে তাঁর এনার্জি দেখে বোঝার উপায় নেই। জন্মদিনের ঠিক পরেই এমন ঘটনা ঘটলেও, জেনিফার তাঁর পারফরম্যান্স এবং দর্শকদের মনোরঞ্জনে কোনো ত্রুটি রাখেননি।