যাচ্ছিলেন সাইকেলে চড়ে, মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু!

খড়দহে এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মহম্মদ আমিন (৫০)। বৃহস্পতিবার সকালে তিনি খড়দহ-রহড়া কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি হাই টেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল, এবং তাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগ
এই দুর্ঘটনার পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কর্মীদের চরম গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী শ্যামল দে জানান, ভোর পাঁচটার দিকে তিনি একটি ফোন পান যে একজন ব্যক্তি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছেন। এরপর তিনি দ্রুত অন্যদের খবর দেন।

এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু রাজ্য সরকার এখনও উদাসীন। পথচারীরা এই বিষয়ে অত্যন্ত আতঙ্কিত। তাঁদের বক্তব্য, হাই টেনশন লাইনের তারের নীচে কোনও ‘সেফ গার্ড’ নেই। মহম্মদ আজারুদ্দিন নামের এক আতঙ্কিত বাসিন্দা বলেন, “হাই টেনশন তার আছে অথচ গার্ড নেই। যদি তার ছিঁড়ে যেত, তাহলে ওই গার্ডে পড়ত। কিন্তু কী বলব, খুব ভয়ে আছি।”

পৌরসভার বক্তব্য ও সুরক্ষার অভাব
সিআইসি হেলথ খড়দহ পৌরসভার কাঞ্চন ঘোষ এই ঘটনার প্রসঙ্গে বলেন, “এই রাস্তার নাম সাইবন রোড। এটি একটি সীমান্ত এলাকা। পোস্টের লাইটগুলির দায়িত্ব পৌরসভা দেখে। কিন্তু এর মৌলিক সুরক্ষা সাপ্লাইয়ের ম্যানেজার দেখেন না। ওরা শুধু ফ্ল্যাটেই কানেকশন দিচ্ছে। যেখানে সেখানে ট্রান্সফরমার বসিয়ে দিচ্ছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট যে সুরক্ষার বিষয়টি চরমভাবে অবহেলিত। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো সময় আবারও একই রকম দুর্ঘটনা ঘটতে পারে।

এই ঘটনা আবারও বিদ্যুৎ বিভাগের গাফিলতি এবং জনসুরক্ষায় তাদের উদাসীনতাকে সামনে নিয়ে এসেছে।