দীর্ঘ ৫ বছর পর চিনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল ভারত, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত

দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে চিনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোভিড-১৯ অতিমারী এবং ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার মধ্যেকার সংঘর্ষের জেরে এতদিন এই ভিসা প্রদান বন্ধ ছিল। নয়াদিল্লির এই পদক্ষেপকে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পথে একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
ভিসা প্রদানের ঘোষণা:
বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকে চিনের নাগরিকরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। বেজিং, সাংহাই এবং গুয়াংঝৌতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য জমা দিতে পারবেন।
চিনের প্রতিক্রিয়া:
ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুয়া জিয়াকুন এক প্রেস বিবৃতিতে বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ। উভয় দেশের জন্যই এটি খুব ভালো খবর। দু’দেশের মানুষের মধ্যে যাতায়াত অব্যাহত রাখতে ভারত এবং চিন একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রাখবে।”
সফরের পরই এই সিদ্ধান্ত:
এই মাসের ১৪ ও ১৫ তারিখে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে যোগ দিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিন সফরে গিয়েছিলেন। সফরের সময় তিনি চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দেড় সপ্তাহ আগের সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পরই ভারত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিল।
সম্পর্কের পটভূমি:
২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। তবে সম্প্রতি উভয় দেশই সম্পর্ক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। ভিসা চালুর পাশাপাশি, দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর গত মাস থেকে কৈলাস মানসরবর যাত্রাও পুনরায় শুরু হয়েছে, যা সম্পর্কের বরফ গলাতে সাহায্য করছে।