নবদ্বীপের মহিশুরায় জলবন্দি শতাধিক পরিবার, সরকারি সাহায্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ

বিগত কয়েক দিনের নিম্নচাপ ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদিয়ার নবদ্বীপ ব্লকের মহিশুরা পঞ্চায়েত এলাকার উত্তর ঘোষ পাড়ার কার্গিল বাস্তব নগর কলোনির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় পনেরো দিন ধরে জলমগ্ন অবস্থায় শতাধিক পরিবার জীবন যাপন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতি বছরের একই চিত্র:
স্থানীয়রা জানান, বর্ষার এই সময়ে প্রতি বছরই গঙ্গার জল বাড়লে এই এলাকা প্লাবিত হয়। প্রায় তিন মাস ধরে তাদের জলবন্দি অবস্থায় থাকতে হয়, অথবা বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। এই বছরও সেই একই পরিস্থিতির শিকার হয়েছেন তারা। জলমগ্ন বাড়িতে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মেও সমস্যা হচ্ছে।

সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ:
সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই দুর্গত এলাকার বাসিন্দারা এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা অনুদান পাননি। তাদের অভিযোগ, এর মূল কারণ হলো তাদের ভোটাধিকার সংক্রান্ত জটিলতা। এখানকার অধিকাংশ বাসিন্দা পেশায় দিনমজুর। অর্থাভাবে পৌর এলাকায় বাড়ি তৈরি করতে না পেরে তারা পঞ্চায়েত এলাকায় কম দামে জমি কিনে বসতি স্থাপন করেছেন।

তাদের ভোটার কার্ড এখনো নবদ্বীপ পৌর এলাকায় রয়ে গেছে, যা সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা যখন পঞ্চায়েতে যাই, তখন বলা হয় আমরা এ এলাকার ভোটার নই, তাই সাহায্য দিতে পারা যাবে না। আবার পৌরসভায় গেলে বলা হয়, আমরা পৌর এলাকায় থাকি না। এই টানাপড়েনে আমরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত।”

পানীয় জলের সংকট:
জলবন্দি হওয়ার পাশাপাশি এই এলাকার মানুষের জন্য আরও একটি বড় সমস্যা হলো পানীয় জলের অভাব। বাসিন্দারা জানান, তিন বছর আগে বাড়িতে পানীয় জলের কল বসানো হলেও সেখান থেকে এখনো পর্যন্ত জল আসে না। ফলে তাদের হয় নিকটবর্তী কোনো বাড়ি থেকে, নয়তো দূর থেকে জল আনতে হয়, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

এমতাবস্থায়, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই জলবন্দি মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।