PM Kisan-এর টাকা কবে ঢুকবে? কেন্দ্র সরকার জানালো গুরুত্বপূর্ণ কথা

দেশের কোটি কোটি কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২০তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ও ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে খোদ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক।
সম্প্রতি প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অফিশিয়াল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেল থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সম্পর্কিত যেকোনো ভুয়ো তথ্য থেকে সাবধান থাকুন।” কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তারা যেন কোনো অপ্রমাণিত তথ্যে কান না দেন এবং শুধুমাত্র প্রকল্পের অফিশিয়াল সূত্র থেকেই তথ্য সংগ্রহ করেন।
১৯তম কিস্তি এবং ২০তম কিস্তির অপেক্ষা
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আয়োজিত একটি অনুষ্ঠানে PM-KISAN-এর ১৯তম কিস্তির সূচনা করেছিলেন। এই কিস্তির আওতায় ২২,০০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে পাঠানো হয়েছিল। এরপর চার মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ২০তম কিস্তি নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। যদিও এই কিস্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কিস্তি পাওয়ার বিষয়ে নিশ্চিত হবেন যেভাবে
যদি আপনি জানতে চান যে আপনার অ্যাকাউন্টে ২০তম কিস্তির টাকা আসবে কি না, তাহলে আপনি খুব সহজেই তা পরীক্ষা করে নিতে পারেন। এর জন্য আপনাকে PM-KISAN-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://pmkisan.gov.in)-এ যেতে হবে।
১. ওয়েবসাইটের হোমপেজে ‘Farmers Corner’ বিভাগে যান।
২. সেখানে ‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন।
৩. এরপর আপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম সঠিকভাবে পূরণ করুন।
৪. ‘Get Report’ বাটনে ক্লিক করলে আপনার গ্রামের সুবিধাভোগী কৃষকদের তালিকা দেখতে পাবেন।
৫. এই তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে আপনি ২০তম কিস্তির টাকা পাবেন।
যোগাযোগের জন্য হেল্পলাইন এবং ইমেল
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত যেকোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য কৃষকরা অফিশিয়াল হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারেন।
ইমেল: pmkisan-ict@gov.in
টোল-ফ্রি নম্বর: 155261 বা 1800115526
হেল্পলাইন নম্বর: 011-23381092
এছাড়াও, কৃষকরা তাদের নিকটবর্তী CSC (Common Service Centre) কেন্দ্রে গিয়েও সমস্যার সমাধান পেতে পারেন। সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে, এই প্রকল্প সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সরকারি সূত্র থেকেই বিশ্বাসযোগ্য। কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।